ইহকাল পরকালের ভাবনার গান
লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী।
আমি সব হারাইছি নিঃস্ব হইছি, হইছি শুধু দেনার ভাগী।।
আমি বড়ো অপরাধী, আমি বড়ো অপরাধী, আমি বড়ই অপরাধী।।
মহাজনের ষোলআনা, আমি সব হারাইয়া হইছি দেনা।।
সোনা ভেবে লইছি তামা।। কাঁচ কিনেছি হীরা ভাবি।
লাভের আশায় ভবে এসে, মাতলাম ভবের রঙ্গ রসে।।
দিন কাটাইলাম মন হরষে।। নফছ রিপু মন হয় বিবাদী।
কি জবাব দিবো হাল খাতার দিন, কেমনে আমি শোধরাবো ঋণ।।
স্বপন শাহ্ কয় জীবন সঙ্গীন।। এখন মিছেই বইসা ভাবি।
No comments:
Post a Comment
Thank u very much