Monday, June 28, 2021

সুলতান নীল এর লেখা কবিতা "সুপ্রভাত, প্রিয় সকাল"
















সুপ্রভাত, প্রিয় সকাল

সুলতান নীল


প্রিয় সকাল, এই বকুল কদমের দিনেও নির্লজ্জের মত আমরা অবহেলা খেয়ে বেঁচে থাকি, 
তোমরা শান বাঁধানো উঠোনে রেইনকোট পরে বৃষ্টিতে ভেজো। 
সকল সুখের ন্যায় পৃথিবীর সকল দায় শুধু আমাদের,
তোমাদের শুধু কষ্ট...

এয়ারকন্ডিশন্ড রাত গুলে খেয়ে পৃথিবীর সকল কষ্ট তোমাদেরই হয়, 
অথচ মরিচ ডলা ভাত হাফ পেট খেয়ে আমরা সুখী, হ্যা আমাদের সুখেই থাকতে হয়, 
কারণ কষ্ট একটি বিলাসদ্রব্য আর হাভাতেদের সে বিলাসীতায় অধিকার নেই। 

প্রিয় সকাল, এই বকুল কদমের দিনে দুঃখবিলাসী তোমরা রবিঠাকুরে ঝুলে ঝুলে দুঃখের ক্ষীর খেতে থাকো,
আমরা রেইনকোট পরে নির্লজ্জের মত অবহেলায় ভিজি। 
আমাদের সকল দায়ের ন্যায় পৃথিবীর সমস্ত দুঃখ শুধু তোমাদের,
আমাদের শুধু সুখ সুখ আর সুখ... 





No comments:

Post a Comment

Thank u very much