Monday, June 28, 2021

হাসনাত নাগাসাকির লেখা কবিতা "বাজিকর এসেগেছে"




 
 কবিতা 

বাজিকর এসেগেছে 

হাসনাত নাগাসাকি


জাদুকর এসেগেছে তোমাদের বাজির শহরে।
কামরুকামাখ্যা থেকে এসে এই ঘুমন্ত নগরীর
পাতলুন ধরে বুঝি এই দিলো টান! 

বাজিকর এসেগেছে। 
ফুটপাতে, চার রাস্তার মোড়ে,
ক্লান্ত সব জনসমাগমে - এখন নাচিয়ে যাবে বাজির তুরুপ।

হে মানুষ, এদিকে ফেরো। 
এখনই ফেরাও মুখ দেহ, মন সর্বান্তকরণে -
এখানে, আমার দিকে। 
ফেরো বলছি জন্মান্ধের দল! 
শিগগির এদিকে ফেরো - আর শোনো আমার আদেশ। 
নতুবা হেচকা টানে খুলে যাবে মুখোশ তোমার, 
আর তোমরা পরস্পর দেখে ফেলবে - 
ভেতরের 
ভূত ও শয়তানের যৌথ নৃত্য।
আর তোমরা চমকে উঠবে - পরস্পর -
পরিহিত কাপড়ের নিচে 
হা করে থাকা চিচিং ফাঁক উলঙ্গ দেখে।

বাজিকর এসেগেছে তোমাদের জাদুর শহরে।
কামরুকামাখ্যা থেকে এসে এই ঘুমন্ত নগরীর
পাতলুন ধরে বুঝি এই দিলো টান! 

- হাসনাত নাগাসাকি




 

No comments:

Post a Comment

Thank u very much