Monday, June 28, 2021

নুরুন্নাহার লাভলী'র লেখা কবিতা "তুমি আসবে বলে"



 কবিতা 
 

তুমি আসবে বলে!

 নুরুন্নাহার লাভলী

চৈএ মাসের  খররৌদ্রে আমি দাড়িয়ে আছি,
তুমি আসবে বলে!
বৈশাখ মাসের কাল বৈশাখী ঝড় মাথায় করে ধরে আছি, 
তুমি আসবে বলে! 
জৈষ্ঠ্য মাসের প্রখররৌদ্র হেসে বলছে তুমি এতো ভালোবাসো!
আষাঢ় মাসের ঝর ঝর বৃষ্টি কানে দোলা দিয়ে বলছে, তুমি অপেক্ষা মান থাকো তাহলে পাবে। 
আমি প্রশ্ন করলাম কাকে?  
শ্রবণ হেসে বলে পাগলি তুমি এতো মনোমুগ্ধকর তার জন্য, 
ভাদ্র বলে আমি তোমাকেই ভালোবেসে ফেলেছি। 
আশ্বিন বলে ভালোবাস যেন সে ভালোবাসা হারিয়ে না যায়। 
কার্তিক বলে তুমি খুব রাগী মেয়ে! 
অগ্রহায়ণ বলে না, 
তুমি এতো ভালো যে তার কোন তুলোনা হয় না। 
পৌষ বলে শীতল হীম হীম কাঁপুনি তোমাকে মনে করিয়ে দেয় সেই দুষ্ট ছেলেটাকে। 
মাঘ বলে মেয়েটি খুব শীতে কষ্ট পাচ্ছে তুমি যাও, 
তার শরীরের শীতের কাঁথা হয়ে। 
ফাল্গুন বলে, মেয়েটির মনে এখন অনেক আনন্দ তুমি যাও । 
তাহলে তাকে কাছে পাবে। 
তা না হলে চিরজীবনের জন্য হারিয়ে যাবে। 
তোমাকে কখনো বলবেনা যে, এসেছে বৈশাখ  মেলায় যাব!





1 comment:

Thank u very much