পত্র পল্লবে বিকশিত হও
নদীকে হাত ধরে কেউ
হাঁটতে শেখায় না
পাখির কোনো পাঠশালা নেই
যে তাকে উড়তে প্রশিক্ষণ দেবে
ডালিমকে কেউ কানে কানে বলেনি
তুমি সুন্দরের উপমা হও
যে অশ্রু আত্মাকে পবিত্র করে
এবং বৃষ্টি মাটিকে
অভিজ্ঞতা বাড়িয়ে তোলে প্রজ্ঞা
সবই কি সহজাত
হৃদয়ের ভাষা বুঝতে সারাজীবন লেগে যায়
আর ভালোবাসা এক অন্তহীন শিক্ষা
যা কোনো বইতে নেই।
Uninstructed!
RezaUddin Stalin
No one instructed the yellow trees
to evolve with green large leaves.
The river perceives how to flow
avoiding sea’s instructions.
There are no individual faculties
for the lonely birds
that will instil them to fly.
Nobody whispered to Pomegranate
uttering ‘you are the instance of Beauty.
The Tears of nature bless my soul
and implicate the rain at the floor
that increases power of the panic soil.
It takes a complete life
to cognize a divine soul.
And Love is an endless humanizing
that really no longer in any book.
Translated by: Tonusree Manji.
No comments:
Post a Comment
Thank u very much