মুজিব মানে
সেলিম রহমান
মুজিব ছিলো বাংলাদেশে
সবার চোখের মনি;
মুজিব ছিলো সবার কাছে
সাহস নামের খনি।
সেই খনিতে সাহস ছিলো
রক্ত ছিলো বুকে;
অন্যায়েরা করলে খেলা
উঠত মুজিব রুখে।
ন্যায়ের পথে চলত মুজিব
মুষ্টি করা হাত;
জেল হাজতে তার কেটেছে
হাজার দিবস,রাত।
তার কথাতেই উঠত জেগে
শাহবাগের ঐ সড়ক;
তার কথাতেই ধ্বংস হতো
পাকিস্তানি নরক।
সব তরুণের আদর্শ হোক
শেখ মুজিবের মত;
বাংলাদেশের তরুণ সমাজ
মুছবে দেশের ক্ষত।
No comments:
Post a Comment
Thank u very much