Monday, August 9, 2021

কবি, গবেষক, ঔপন্যাসিক, ছোটোগল্পকার ফজলুর রহমান

 


কবি/লেখক পরিচিতি

ফজলুর রহমান 

কবি, গবেষক, ঔপন্যাসিক, ছোটোগল্পকার

জন্ম: ০২ ফেব্রুয়ারি, পূর্বমজপুর, কুষ্টিয়া 

পেশা: অধ্যাপনা, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট

শিক্ষা জীবন: 

এসএসসি : কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়; এইচএসসি : শোমসপুর আবু তালেব ডিগ্রি কলেজ; ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি ও একই বিশ্ববিদ্যালয় থেকে ' তারাশঙ্করের ছোটোগল্পে প্রান্তিক চরিত্রের স্বরূপ' শীর্ষক অভিসন্দর্ভের জন্য অর্জন করেছেন এমফিল ডিগ্রি।  বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধীনে 'সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাসে  ইতিহাসচেতনা' শীর্ষক অভিসন্দর্ভের ওপর পিএইচডি গবেষণারত।



প্রকাশিত গ্রন্থ :

কাব্যগ্রন্থ : বিনি সুতোয় গাঁথা (২০১৮)

গল্পগ্রন্থ  :  লালদিঘি ও একজন  চিত্রশিল্পী (২০১৫), গহিনে দাগ(২০২০), নিঃশব্দে নির্বাসন (২০২১)

উপন্যাস : স্বপ্নঘুড়ি (২০১৪), সেতুবন্ধন(২০১৭), জলরঙের জীবন (২০১৯)

ই-মেইল : fazlur@acc.edu.bd

No comments:

Post a Comment

Thank u very much