Monday, August 9, 2021

ফেরারী মুরাদের লেখা কবিতা "আগস্টের বুলেট"


 আগস্টের বুলেট

→ফেরারী মুরাদ


ততোটা রক্ত ঝরাসনি বুকে

বায়ান্ন একাত্তরে

যতোটা রক্ত ঝরালি বুলেট

আগস্টের সে ভোরে।


বাঙালি জাতিকে ঠেলে দিলি

অনিশ্চিত অন্ধকারে

পিতৃশোকে শোকাহত জাতি

আজ কাঁদে অকাতরে।


বুঝলিনা অবুঝ বাংলাদেশ মানে

শেখ মুজিবর রহমান

মৃত্যু পিতাকে নিঃশেষ করেনি

করেছে চিরো অম্লান।


১৫/০৮/২০১৬ইং

No comments:

Post a Comment

Thank u very much