আমি টুঙ্গীপাড়ার সন্তান
নাসরীন জামান
মায়ের নাম সায়েরা খাতুন, বাবা শেখ লুৎফর রহমান,
আমি টুঙ্গীপাড়া গায়ের সেই দুরন্ত কিশোর সন্তান।
বাবা মায়ের আদরের দেয়া নাম 'খোকা',
ফুটবল আর ভলিবলে আমি যে বড়ই একরোখা,
আমি স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, বিজয়ের রাঙা রবি।
ভারত, বাংলা পাকিস্তান, আমি দ্রোহের অগ্নিসম্তান,
বাংলামাটির জলকাদায় আমি সুশোভিত গুলিস্তান,
মায়ের আঁচলে বেঁধে নেয়া আমি স্বপ্ন সুখের উদ্যান।
আমি মুক্তিকামী, আমিই সেই আমি,
স্বৈরশাসকের ঘরে আমি তাজা কবরের গোরস্থান।
আমি প্রেয়সীর রাঙা ঠোটের বাঁকা হাসি,
রাখালিয়ার উদাস কণ্ঠের মধুঝরা গান,
আমি "বিদ্রোহী" কবিতার বিদ্রোহী নজরুল,
একাত্তরের সংগ্রামী সুরে গানের পাখি বুলবুল,
আমি জনতার নেতা, ৭ই মার্চের অমর কবিতা।
সদ্য স্বাধীন দেশ, যুদ্ধবিধ্বস্ত মাতৃভূমি আমার,
স্বাধীনতার লাল সবুজ পতাকা বুকে বেঁধে
সময় তখন স্বাধীন স্বপ্ন রচনার, সময় তখন-
নতুন আশায় শিরদাড়া খাঁড়া করে দাঁড়াবার,
মুক্ত আকাশে শান্তির কপোত ওড়াবার।
আকাশে উড়লো বাজপাখি, গর্জে উঠলো কামান,
ওরা কেড়ে নিলো আমার স্বপ্ন, কেড়ে নিলো তাজা প্রাণ,
বাক্সবন্দি হলাম আমি টুঙ্গীপাড়ার সন্তান।
আমি অমর সমর নেতা, আমি বিজয়ের জয়গান,
আমি জাতির পিতা, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
No comments:
Post a Comment
Thank u very much